বাঁধনের উপলব্ধি

অভিনয় ক্যারিয়ারে ১১ বছর পর নিজেকে নিয়ে একটি উপলব্ধি হয়েছে আজমেরি হক বাঁধনের। আর তা হলো, দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। শুধু উপলব্ধি করেই থেমে থাকেননি, এরই মধ্যে নেমে পড়েছেন কাজে। সম্প্রতি রফিকুল ইসলামের তুলা ছবির মধ্য দিয়ে নতুন রূপে ফিরেছেন এই লাক্স সুন্দরী। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি গত ছয়টি বছর শুধু একজন মা হয়ে ছিলাম এই মিডিয়াতে। আমার ধ্যান-জ্ঞান সব কিছুতে মিশে ছিল আমার মেয়ে। আমি সব সময় ব্যস্ত ছিলাম সংসার নিয়ে। আমার নিজের বলে কিছুই ছিল না। কিন্তু এই মিডিয়া আমাকে অনেক কিছু দিয়েছে। আজকের বাঁধন তৈরি করেছে এই মিডিয়া। দীর্ঘ ১১ বছর পর মনে হচ্ছে এই মিডিয়াতে আমার আরও কিছু দেওয়ার আছে। আমার এই ক্যারিয়ারে আমি কোনো দিন প্ল্যান করে কাজ করিনি। নিজের একটি পোর্টফলিও করিনি। কিন্তু আর নয়। এখন থেকে যা করব প্ল্যান করে করব। আমি ধন্যবাদ জানাতে চাই ফটোগ্রাফার রফিক ভাই ও ফ্যাশন ডিজাইনার মুকুল ভাইকে। তারা আমাকে অনেক সময় দিয়েছে এই ছবিগুলো তোলার জন্য। তাদের জন্যই আমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি। এখন থেকে নিয়মিত ভালো ভালো কিছু কাজ করতে চাই। আমার বিশ্বাস ২০১৮ সালে আমি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।