
ঠিকানা রিপোর্ট : মানবতার সেবায় নিয়জিত মূলধারার সংগঠন বাংলাদেশি আমেরিকান সোসাইটি কোভিড-১৯ আক্রান্ত ক্ষতিগ্রস্ত বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির মানুষের পাশে দাঁডিয়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। করোনা শুরু হওয়ার পর থেকেই এই সংগঠনটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘরে ঘরে গিয়ে এবং কখনো রাস্তায়, মসজিদ, মন্দির ও গির্জায় গিয়ে মানুষকে খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে।
এরই ধারাবিকতায় গত ১৯ মে জ্যামাইকার হিলসাইডে ১৭০-০৯ এফিসিয়েন্ট মেডিকেল সেন্টারের সামনে থেকে এবং বিভিন্ন এলাকায় ৩৭০ পরিবারকে ফ্রেশ খাবার, কোভিড-১৯ ভ্যাকসিন ও মাস্ক বিতরণ করেছে। এ প্রর্যন্ত সংগঠনের পক্ষে থেকে সাড়ে ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশি আমেরিকান সোসাইটির সঙ্গে বিশেষ সহযোগিতাসহ ফ্রি ভ্যাকসিন প্রদান করেন এফিসিয়েন্ট মেডিকেল সেন্টারের কর্ণধার ডা. বর্ণালী হাসান ও ডা. হাসান। এ ছাড়াও উপস্থিত সবাইকে মাস্ক বিতরণ করেন ইন্ডিয়া হোমসের পক্ষে শায়লা সুলতানা।
অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট বিচারক প্রার্থী অ্যাটর্নি সোমা সাঈদ, ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দীন ও হারুনূর রশীদ, ডিস্ট্রিক্ট-২৭ এর কাউন্সিলম্যান প্রার্থী জ্যামি জনসন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (কাজী নয়ন) এবং শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, সংগঠনের পক্ষে খাদ্য বিতরণ করেন সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ও এরিয়া চেয়ারপারসন মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী, সহসভাপতি আমিনুর রুবেল, ডাইরেক্টর ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব ও আহনাফ আলম, ডাইরেক্টর ডিউক খান, ফয়েজ উল্লা, মিয়ান রহমান লিটন, ওহিদুর রহমান, নিয়াজ মো. নাজমুলসহ অন্য কর্মকর্তাবৃন্দ।