বাংলাদেশি আমেরিকান সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক : বাংলাদেশি আমেরিকান সোসাইটির যৌথ সভায় নেতৃবৃন্দ।

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশি আমেরিকান সোসাইটির এক যৌথ সভা ২৭ ফেব্রুয়ারি সোমবার জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটির জন্য শহীদ মিনার তৈরি, নতুন প্রজন্মের জন্য মূলধারার নির্বাচনে অংশগ্রহণে মাঠ তৈরি করা, আগামী ২১ মে সংগঠনের বার্ষিক ডিনার ও অভিষেক সফল করা, ফিউনারেল আর্থিক সহায়তাসহ জনকল্যাণমূলক কাজে সর্বাত্মক সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোর্শেদ আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবু। উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আজহারুল হক মিলন, আলী ইমাম সিকদার, শাহ নেওয়াজ, ফকরুল ইসলাম ও আবদুস সাত্তার খান, উপদেষ্টা এ কে এম রসিদ ও সুলতান মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম খান, ভাইস প্রেসিডেন্ট আমিনুর রুবেল, কালচারাল সেক্রেটারি মনিকা রায় চৌধুরী, পরিচালক আহসান হাবিব ও আনাফ আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। বক্তারা প্যান্ডামিকের সময় হাজারো পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় আমেরিকান সোসাইটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সংগঠন আরো শক্তিশালী হবে। সভায় চলতি বছরের মধ্যে ইলেক্টেড অফিশিয়ালের সঙ্গে যোগাযোগ করে একটি স্থায়ী শহীদ মিনার তৈরির উদ্যোগ, নতুন প্রজন্মকে মূলধারার নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, আগামী ২১ মে সংগঠনের প্রথম বার্ষিক ডিনার ও অভিষেক সফল করা, ফিউনারেলের জন্য ফান্ড, হোমলেস ও নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য সরবরাহ, শিশুদের জন্য স্কুল সাপ্লাই এবং নতুন ও বয়স্ক ইমিগ্র্যান্টদের জন্য বেসিক ইংলিশ কোর্সসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।