
ঠিকানা রিপোর্ট : অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট পার্টি মনোনীত স্টেট আসেম্বলিম্যান ডেভিট ওয়েপ্রিনের গ্রুপ এবং বাংলাদেশি আমেরিকান ৭ প্রার্থীকে এনডোর্স করলেন ইউএস কংগ্রেসের চেয়ার অব দ্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গ্রেগরি মিক্স। এই প্রার্থীরা হলেন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট পদপ্রার্থী জেমি কাজী, আলম, সাবুল উদ্দিন, নুসরাত আলম ও মোহাম্মদ এম রহমান, ফিমেল স্টেট কমিটি মেম্বার জামিলা উদ্দিন এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-বি এর ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী মাজেদা উদ্দিন। উল্লেখ্য, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টি থেকে বাংলাদেশি প্রার্থীদের প্রতি এধরণের উন্মুক্ত সমর্থন এটাই প্রথম। আগামী ২৮ জুন মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৭ জুন শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকার লিটন বাংলাদেশ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স উল্লেখিত প্রার্থীদের এনডোর্স করেন। এসময় তিনি তাদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উল্লেখিত প্রার্থীরা ছাড়াও স্টেট আসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুলফিকার হায়দার, রাব্বী সৈয়দ, কাজী হেলাল আহমেদ, আবিদ রহমান, ইয়ুথ ফোরামের মাসুদুর রহমান, শাহ ফারুক রহমান, ইসরাত আলম, পল, ওমেন্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট সালেহা আলম প্রমুখসহ ডেভিড ওয়েপ্রিন ক্যাম্পেইনের সদস্যরা উপস্থিত ছিলেন।