বাংলাদেশী-আমেরিকান সোসাইটির অভিষেক অনুষ্ঠান ২১ মে

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশী আমেরিকান সোসাইটির মিট এ্যান্ড গ্রিট, অভিষেক ও বার্ষিক ডিনার অনুষ্ঠিত হবে আগামী ২১ শে মে। মাত্র কয়েক বছরের মধ্যে সামাজিক কর্মকান্ড করার কারণে ব্যাপক সমাদৃত হচ্ছে এই সংগঠনটি। তারা কমিউনিটির পাশাপাশি মেইন স্ট্রিমের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেও পরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজের জন্য সম্মাননা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচিত প্রতিনিধের কাছ থেকে এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাল কাজের জন্য পুরস্কার লাভ করছে। এই সংগঠনটি জন্ম নেয়ার পর থেকে করোনাকালীন মানুষকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এরমধ্যে খাবার সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন ধরণের সহায়তা করে প্রশংসা করছে। সেই সাথে করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের জন্য কবরেরও সংস্থান করেছে বিভিন্ন সংগঠন থেকে।
সূত্র জানায়, ২০২০ সালে জন্ম নেয়া সংগঠনটি তিন বছরের মাথায় ব্যাপক সুনাম কুঁড়িয়েছে। এই সংগঠনের মিট এ্যান্ড গ্রিট এবং অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২১ মে। এই দিন গুলশান ট্যারেসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে আসার জন্য ইউএস সিনেটর চাক শুম্যার, গভর্নর ক্যাথি হোকুল, নিউইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ড, জন লু, গ্রেস ম্যাং, মেলিন্ডা কাটজসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তাদের বেশ কয়েকজন যোগ দিবেন বলে আয়োজকরা ইতোমধ্যে জানতে পেরেছেন।
আয়োজক ও ওই সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা অনুষ্ঠানটি তিনটি পর্বে ভাগ করেছি। এরমধ্যে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান। মিট এ্যান্ড গ্রিট, দ্বিতীয় পর্বে থাকবে অভিষেক অনুষ্ঠান আর শেষ পর্বে থাকবে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এটি বার্ষিক বনভোজন। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন ও বেশ কয়েকটি সংগঠনকে এই কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে পুরস্কার প্রাপ্তদেরকে বিষয়টি জানানো হচ্ছে।
সূত্র জানায়, আমরা যখন এই সংগঠনটি শুরু করি তখন ক্রান্তিকাল চলছিল। চারদিকে মহামারী শুরু হয়ে যাচ্ছিল। ওই সময়ে আমরা সম্মাননা প্রাপ্ত বেশ কয়েকজন একত্রিত হয়ে কাজ করা শুরু করি। আমরা করোনায় আক্রান্তদের সহয়তা করা ও পাশাপাশি যাদের জন্য কবরের প্রয়োজন ছিল, বাংলাদেশ সোসাইটি থেকে তাদেরকে কবরের ব্যবস্থা করেছি। বিভিন্ন ধরণের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা ওই সময়ে কাজ করতে করতে এক সময়ে সমমনাদের নিয়ে একটি সিলেকশন কমিটি গঠন করি। সিলেকশন কমিটি গঠন করার পর এখনও সেইভাবেই আছে। কার্যক্রম চলছে। সিলেকশন কমিটি করার পর কোন অভিষেক অনুষ্ঠান হয়নি। অভিষেক অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি একটি সফল অনুষ্ঠান করতে পারবো। আমাদের অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন এবং তারা মত বিনিময় করবেন।