বাংলাদেশেই নিয়মিত হচ্ছেন কলকাতার শ্রাবন্তী

কলকাতার দর্শকপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এখন যেন বাংলাদেশের ছবিতেই ব্যস্ততা তার। ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গেশিকারি ছবিতে অভিনয় করার পরই বাংলাদেশে তার যাত্রা শুভ হয়ে গেছে।
এখনও সেই পথেই আছেন। যৌথ প্রয়োজনার বাইরেও ঢাকার স্থানীয় প্রোডাকশনের ছবিতেও একের পর এক চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। কিছুদিন আগে জানা গেছে শাপলা মিডিয়ার নতুন ছবিবয়ফ্রেন্ড-এ শাকিব খানের নায়িকা হিসেবে শ্রাবন্তীকেই চূড়ান্ত করা হচ্ছে।
তার আগে শুরু হয়ে গেল মুহাম্মদ মোস্তফা কামাল রাজেরযদি এক দিন-এর শুটিং। এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শ্রাবন্তী। এর বাইরে আরও কয়েকটি ছবিতে শ্রাবন্তীকে নেয়ার কথা হচ্ছে বলেও জানা গেছে।
সব ঠিক থাকলে এ বছরই তিন-চারটি বাংলাদেশি ছবিতে দেখা যাবে টলিউডের এ নায়িকাকে। যদিও কলকাতায় শ্রাবন্তীর ক্যারিয়ার এখন ভাটার দিকে। তাকে নিয়ে ছবি বানাচ্ছেন না সেখানকার কোনো নির্মাতাই।
তবে বাংলাদেশে তার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী। বাংলাদেশি পরিচালকরা শ্রাবন্তীকে দিয়ে ছবি বানাতে বেশ আগ্রহী। তাই বলাবাহুল্য, বাংলাদেশেই নিয়মিত হচ্ছেন এ নায়িকা। বাংলাদেশের স্থানীয় প্রোডাকশনের যে কয়টি ছবি নিয়ে এখন শ্রাবন্তীর সঙ্গে আলোচনা হচ্ছে, সেগুলোয় চূড়ান্ত হলে ২০১৮ সালটা ঢাকাই ছবির জন্যই সিডিউল লক করতে হবে এ নায়িকাকে। তবে কলকাতার ছবিতে যে একেবারেই নেই তা কিন্তু নয়।
আগামী কয়েকদিনের মধ্যে সৃজিত মুখার্জিরউমা নামের একটি ছবি মুক্তি পাবে। এ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছেন। তবে সেখানে ছবি মুক্তি পেলেও এ নায়িকার মনোযোগ এখন বাংলাদেশের দিকেই।