ঢাকা : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেছেন, বাংলাদেশের পাশে ভারত সব সময় আছে এবং থাকবে। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভারত সর্বতো সহায়তা করবে। গত ১৬ মার্চ বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক করপোরেশন প্রোগ্রাম (আইটেক) দিবস উপলক্ষে এর আয়োজন করে ভারতীয় হাইকমিশন।
রিভা গাঙ্গলী বলেন, আইটেকের যাত্রা শুরু হওয়ার পর বিশ্বের ১৬১টি দেশের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হয়েছে। পারস্পরিক স্বার্থে সহযোগিতা ও অংশীদারত্বের এই আইটেক প্রকল্পে বাংলাদেশই ভারতের অন্যতম বড় অংশীদার। তিনি আরও বলেন, ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় আইটেক কর্মসূচি চালু হয়।
এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং যথাযথ প্রযুক্তিগত সুবিধা দেওয়া হয়। প্রতি বছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণপর্বের আয়োজন করা হয়।