বাংলাদেশে এডিস মশা ফ্লাইটে করে এসেছে : তাজুল ইসলাম

ঠিকানা অনলাইন : বাংলাদেশে আগে কখনোই এডিস মশা ছিল না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন- ‘ফ্লাইটে করে হয়তো এই মশা আমাদের দেশে এসেছে।’

আজ ৩০ অক্টোবর (রবিবার) সচিবালয়ে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও অস্বস্তি রয়েছে। আমরা আক্রান্তের তুলনাটা কেন দিই?

কারণ আমাদের এখানে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা তো বাইরে থেকে আসছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোনো না কোনো বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গুতে বাংলাদেশে গত ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’

ঠিকানা/এম