ঠিকানা অনলাইন : ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যাওয়ার ট্রান্সমিশন লাইন বসানোর জন্য আদানিরা জোর করে জমি অধিগ্রহণ করছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন মুর্শিদাবাদের ফারাক্কার একদল কৃষক। তাদের দাবি, বলপ্রয়োগ করে আদানিদের লোকজন তাদের জমি নিয়ে নিচ্ছে। জরুরিভিত্তিতে এই মামলার শুনানি হবে হাইকোর্টে। যদি এই ব্যপারে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেয় তাহলে মার্চে বাংলাদেশে আদানিদের বিদ্যুৎ সরবরাহের প্রকল্পটি সংকটের সামনে পড়তে পারে।
এমনিতেই হিনডেনবার্গ রিপোর্টের পর সমস্যায় রয়েছে আদানিরা। মঙ্গলবার আদানি গ্রিন-এর শেয়ার ১১ শতাংশ এবং অম্বুজা সিমেন্টের শেয়ার দর ১৩ শতাংশ উঠলেও ৫০ শতাংশ পড়ে গেছে এনডিটিভি’র শেয়ার দর। ১৩ শতাংশ পড়েছে আদানি পোর্টের শেয়ার মূল্য। লোকসভায় বাজেট অধিবেশনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর সময় মোদি-আদানি আতাত নিয়ে সরব হন রাহুল গান্ধী।
তিনি বলেন, একসময় মোদি আদানিদের প্লেনে উঠতেন, এখন আদানিরা মোদির প্লেনে ওঠেন। মোদি আদানিদের প্লেনে উঠছেন, তিনি এমন একটি ছবিও দেখান। বিজেপি বিষয়টির তীব্র প্রতিবাদ করেছে।
আইনমন্ত্রী কিরণ রিজুজু বলেছেন, কমিশন-বখরা নেয়াটা কংগ্রেসের সংস্কৃতি, বিজেপির নয়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সোনিয়া গান্ধী-রাজীব গান্ধী বেলে-এ আছেন ন্যাশনাল হেরাল্ড মামলায়, তাদের মোদির বিরুদ্ধে কিছু বলা মানায় না। সূত্র : মানবজমিন।
ঠিকানা/এসআর