দিল আফরোজ কাজী রহমান চাঁপা
জীবন ও সময় আমায় কোথায়
নিয়ে এসেছে আমি ভেবে অবাক হই।
বাংলাদেশের ঢাকা শহরে
আমি করেছি কত হাসি-আনন্দ আর হইচই।
এখন থাকি আমি আমেরিকার ফ্লোরিডা স্টেটের গেইন্সভিল শহরের কোণে।
কার্ডিনাল আর ব্লু জে পাখিদের সাথে আমার কথা হয় ক্ষণে ক্ষণে।
করোনা কোভিডে যখন আমি আক্রান্ত হয়েছি,
বাংলাদেশের কথা মনে মনে আমি অনেক ভেবেছি।
মা ও মাতৃভূমি বেহেশতের চেয়েও ভালো,
মাতৃভূমির স্মৃতিরাশি আমার মনে জ্বেলে দিয়েছে আলো।
ফ্লোরিডার পাখিদের বলেছি আমি-
ওরে পাখি যেতে চাই বাংলাদেশে
তোদের মজবুত ডানায় চড়ে।
ভালো করে উড়িস পাখি যাতে পৌঁছাতে পারি বাংলাদেশে একুশের ভোরে।
বাংলা আমার প্রাণের ভাষা তাই আমি বাংলাতেই লিখি,
ঘুমের ভেতর স্বপ্ন আমি বাংলাতেই দেখি।
বাংলাদেশের মাটিতে শুয়ে আছেন-
আমার প্রাণপ্রিয় মা-বাবা, ভাইবোন ও প্রিয় স্বজন,
তাদের কথা মনে এলে জলে ভেসে যায় আমার দু’নয়ন।
সালাম, রফিক, বরকত, জব্বার
বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য দিয়েছিলেন প্রাণ,
তাই আমি বাংলা ভাষার গেয়ে যাই জয়গান।
-গেইন্সভিল, ফ্লোরিডা