বাংলাদেশ অডিটে উত্তীর্ণ হলেই নিউ ইয়র্কে ফ্লাইট চালু

ঠিকানা অনলাইন ডেস্ক, ঢাকা : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক মান কতটুকু উন্নত হয়েছে তা নিরীক্ষা করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা-এফএএ’র দুই সদস্যের প্রতিনিধি দল। এই অডিটে উত্তীর্ণ হলেই নিউইয়র্কে ফ্লাইট চালু করতে পারবে বাংলাদেশ বিমান।

এর আগে গেলো বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বেবিচকের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিল এফএএ। বেসামরিক বিমান পরিবহন সচিব জানান, অডিটে ইতিবাচক ফলাফল আসবে। বেবিচক ক্যাটাগরি ওয়ান না হওয়ায় বর্তমানে ড্রিমলাইনার উড়োজাহাজ থাকলেও নিউইয়র্কে ফ্লাইট চালু করতে পারছে না বাংলাদেশ বিমান। ক্যাটাগরি ওয়ান না হলে কোন দেশের বিমান যুক্তরাষ্ট্রের আকাশে চলাচলের অনুমতি পায়না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, এফএএ’র অডিট টিম আসছে নিউইয়র্কে ফ্লাইট বিষয়ে অডিট করতে। তারা অডিট করে আমাদের রিপোর্ট দিবে। আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি এই অডিটের জন্য।