আটলান্টিক সিটি থেকে প্রতিনিধি : গত ১৯ জুন সন্ধ্যায় নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ”ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টারে’ এই ”ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এই ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠান ঐদিন বিকেলে শুরু হয়ে কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে।
”ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সুধীজনের অংশগ্রহণে ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। ”ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বারবিকিউ পার্টি ও জম্পেশ আড্ডা। বারবিকিউ পার্টিতে অংশ নিতে নিতে প্রবাসীরা মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক নুরুন্নবি চৌধুরী শামীম ”ঈদ পূণর্মিলনী” অনুষ্ঠানে যোগদানের জন্য প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছেন।