বাংলাদেশ ক্লাব ইউএসএ’র বসন্ত উৎসব উদযাপন

নিউইয়র্ক : বাংলাদেশ ক্লাব ইউএসএ’র বসন্ত উৎসবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

ঠিকানা রিপোর্ট : জ্যাকসন হাইটসের মামা পার্টি হলে গত ৫ মার্চ বাংলাদেশ ক্লাব ইউএসএ’র উদ্যোগে আয়োজন করা হয় জমজমাট বসন্ত উৎসব ২০২৩। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম বাবু। ভারপ্রাপ্ত সাধারণ শিবলী সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীন, হিন্দোল কাদির বাপ্পা, শাহানারা সিদ্দিক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ-সভাপতি মাসুদ সিরাজী, সহ-সভাপতি এম উদ্দীন আলমগীর, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, উপ-প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন, রাকিব, সৈয়দ কিবরিয়া, সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল জয়, অনুষ্ঠান সদস্য সচিব হেলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানজুড়ে গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন সজীব, শেখ নিলীমা শশীসহ স্থানীয় শিল্পীরা।