বাংলাদেশ খেলবে যুব অলিম্পিকে

স্পোর্টস রিপোর্ট : আগামী ৬-১৮ অক্টোবর আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য ইয়ুথ অলিম্পিক গেমসে খেলার সুযোগ পেয়েছে বাছাইয়ে বাদ পড়া বাংলাদেশ হকি দল। গত এপ্রিলে থাইল্যান্ডে হওয়া এশিয়া জোনের বাছাইয়ে বাংলাদেশ বাদ পড়েছিল। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এখন শোনা যাচ্ছে বাদ পড়লেও বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাহী কর্মকর্তা ফখরুদ্দিন হায়দার জানিয়েছেন তারাও বিষয়টি জেনেছেন। তিনি বলেন, ‘আমরা ওয়েব সাইটে দেখেছি বাংলাদেশ কোয়ালিফাইড। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। ৩১ জুলাইয়ের পর জানতে পারব। বাংলাদেশ হতে শ্যুটিংয়ে অর্নব চৌধুরী যাচ্ছেন এটা নিশ্চিত হয়ে আছে। আমরা জানি যে শ্যুটিং, আরচারী, জুডো, এ্যাথলেটিক্সে একজন করে ক্রীড়াবিদ যেতে পারবেন। আসলে কত জন যেতে পারবেন সেটা জুলাইয়ের পর জানা যাবে।’
জানা গেছে, আর্জেন্টিনার ইয়ুথ অলিম্পিক গেমসের মেয়েদের ফুটসালে বাংলাদেশের খেলার সুযোগ ছিল। কিন্তু অংশগ্রহণে আগ্রহ না থাকায় হকিতে সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অন্য একটি সূত্রের দাবি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলার কারণে অলিম্পিক কমিটি এশিয়া জোনের দুইটি দেশের পরিবর্তে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে সুযোগ দেয়। বাছাইয়ে বাংলাদেশ পাঁচ-চার গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল। বাছাইয়ে হকিতে বিকেএসপির খেলোয়াড়রা অংশ নেন। ২০১৪ সালের চীনের নানজিংয়ে ইয়ুথ অলিম্পিকেও বিকেএসপির হকি দল বাংলাদেশ দলের জার্সি গায়ে লড়াই করেছিল।