বাংলাদেশ দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে : ব্লিঙ্কেন

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : দ্রুত বর্ধনশীল অর্থনীতি, সুশিক্ষিত জনশক্তি ও গতিশীল তরুণ জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ দ্রুত আঞ্চলিক নেতৃত্ব হিসেবে উঠে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রোববার এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে তাদের অংশীদারত্ব গভীর করার কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ যুগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার মাধ্যমে মার্কিনি ও বাংলাদেশিরা একসঙ্গে আরও শক্তিশালী।

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও এর ফলে গত পাঁচ দশকের অর্জন নিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও জানান ব্লিঙ্কেন। তিনি বলেন, অতি সম্প্রতি আমরা করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রসারে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছি।

এ ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথাও জানান ব্লিঙ্কেন।

ঠিকানা/এনআই