ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সানম্যান গ্লোবাল এক্সপ্রেস ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। হ্যাটট্রিক অ্যাওয়ার্ড অর্জন করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। পরপর তিনবার এই অ্যাওয়ার্ড অর্জন তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবে বলে তারা মনে করছেন।
সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন বলেন, আমরা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছি এবং পুরস্কার পেয়েছি। এই পুরস্কার পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের কাস্টমারদের। তারা আমাদের সেবা পেয়ে খুশি। আমরা বিশ্বস্ততার সঙ্গে নিরাপদে তাদের অর্থ দেশে পাঠাচ্ছি। আমরা সব সময় সর্বোচ্চ কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা ভালো রেটও দিচ্ছি। সানম্যান গ্লোবাল এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার মানেই হচ্ছে ফাস্ট, সিকিউরিটি এবং রিলায়েবল রেমিট্যান্স।
তিনি বলেন, আমরা চলতি সপ্তাহ থেকে বিকাশে টাকা পাঠানোর সুবিধা চালু করেছি। এতে করে কাস্টমাররা প্রণোদনা পাবেন, বৈধ উপায়ে ও দ্রুততম সময়ের মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন। এখন দিনে দিনেই দেশের মানুষ টাকা পাবেন।

মাসুদ রানা তপন বলেন, ১৯৯৮ সালে সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। তখন মাত্র দুটি ব্যাংক অর্থাৎ উত্তরা ও ঢাকা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আমেরিকা থেকে টাকা পাঠানো হতো। এর পর থেকে এ পর্যন্ত সানম্যানের পথচলা অব্যাহত রয়েছে। পরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো শুরু হয়। বর্তমানে অগ্রণী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রেরণ করে থাকি। ব্যাংক ডিপোজিট এবং বিকাশ একাউন্টে দ্রুততম সময়ে টাকা জমা হয়। সর্বনিম্ন ফি ও সর্বোচ্চ রেটে বাংলাদেশে টাকা পাঠানো হয়। আমাদের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স বাংলাদেশে আটটি ব্যাংকের প্রায় ১০ হাজারের অধিক শাখার মাধ্যমে ইনস্ট্যান্ট পিকআপের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বিকাশে আমরা টাকা পাঠাচ্ছি সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে। আমরা বৈধ উপায়ে বিকাশে রেমিট্যান্স পাঠাই। বিকাশেও রয়েছে আড়াই শতাংশ সরকারি প্রণোদনা। বিকাশে দুই লাখেরও বেশি এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউটের সুবিধা রয়েছে। প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট চার্জ হাজারে ১৪.৬০ টাকা। এ ছাড়া আমাদের রয়েছে অনলাইনে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা। আমাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অর্থ প্রেরণ করা যাবে।
তিনি আরো বলেন, আমাদের এখান থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও পশ্চিম আফ্রিকায় রেমিট্যান্স পাঠানো যায়। পাশাপাশি আমরা কারেন্সি এক্সচেঞ্জও করে থাকি। রেমিট্যান্স সংক্রান্ত যেকোনো পরামর্শ ও সেবার জন্য তাদের জ্যাকসন হাইটসের মূল অফিস ছাড়াও জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ব্রাঞ্চ অফিস, জ্যামাইকা ও এস্টোরিয়া ব্রাঞ্চে যোগাযোগ করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের অবদানের স্বীকৃতি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৩ সাল থেকে অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসসমূহকে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। গত ১২ মে ঢাকাস্থ খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মানজনক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।