ঠিকানা রিপোর্ট: বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে ১৪ আগস্ট বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। লং আইল্যান্ড সিটির কুইন্স বরো ব্রিজ পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে ল’ সোসাইটির সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় ২০০ অতিথি তাতে অংশ নেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যেসব সদস্য ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার হন, তাদের সবার প্রতি শোক প্রকাশ করা হয়। সেই সঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বনভোজনে সারা দিন রকমারি খাবারের পাশাপাশি খেলাধুলা, আকর্ষণীয় র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা, পিলো পাসিংসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। সকালে নাশতা পরিবেশনের পর শিশুদের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফল ড্র। র্যাফল ড্রতে পুরস্কার হিসেবে ছিল নিউইয়র্ক-ঢাকা টিকিট, ল্যাপটপ, আইপ্যাড, ফ্রিজসহ বিভিন্ন উপহারসামগ্রী। ল’ সোসাইটির উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী র্যাফল ড্রর প্রথম পুরস্কার স্পন্সর করেন। আইপ্যাড দেন জাকির চৌধুরী আর ৫০ ইঞ্চি টেলিভিশনের স্পন্সর করেন জাবেদ উদ্দিন।
ল’ সোসাইটির অনুষ্ঠানে অ্যাপায়ন করা হয় খলিল বিরিয়ানি হাউজের রকমারি সব খাবার দিয়ে। অতিথিরা খলিল বিরিয়ানির পোলাও, সাদা ভাত, কাবাব, রোস্ট, গরুর মাংস, সুইট অ্যান্ড সাওয়ার, পায়েসসহ বিভিন্ন আইটেমের প্রশংসা করেন।
বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে অনুষ্ঠান জমতে থাকে। শেষ হয় রাত আটটায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্র্যান্ড স্পন্সর অ্যাটর্নি মঈন চৌধুরী, ল’ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শামসুদ্দোহা, সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, উপদেষ্টা অ্যাডভোকেট কাইয়ূম চৌধুরী, সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপদেষ্টা অ্যাডভোকেট মতিউর রহমান, এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন, সৈয়দ নজরুল ইসলাম, কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হক, অ্যাডভোকেট মোহম্মদ কাইয়ূম, জাকির এইচ চৌধুরী, অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট শাহ আলম, ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জাবেদ উদ্দিন, রোকন হাকিম, আশিক খান, জাবেদ জুয়েল, অ্যাডভোকেট সুরাইয়া মুনিরা, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, লুৎফর রহমান রিয়াদ, তারেক আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট রেজবুল কবির এবং কোষাধ্যক্ষ মাহবুব আলম প্রমুখ।
ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশ নেয় কাজী শামসুদ্দোহা টিম ও মোহম্মদ নাসির উদ্দিন টিম। খেলা গোলশূন্য ড্র হয়।
র্যাফল ড্র সম্পন্ন হওয়ার পর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। দিন শেষে যে যার গন্তব্যপানে হাসিমুখে বিদায় নেন।