বাংলাদেশ সফর শেষে বিয়ের পিঁড়িতে বসবেন লোকেশ রাহুল

ঠিকানা অনলাইন : বলিউড তারকা সুনীল শেটির মেয়ে আতিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই চুকিয়ে চুকিয়ে প্রেম করছেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন চলছে।

সম্প্রতি আতিয়ার বাবা বলিউডি তারকা সুনীল শেটি কিছুদিন আগে জানিয়েছিলেন, দুই জনের বিয়ে নিয়ে কথা চলছে। কিন্তু দিন চূড়ান্ত এখনও হয়নি। জানুয়ারিতে তাদের বিয়ে সম্পন্ন হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই দলের অন্যতম সদস্য হলেন তারকা ওপেনার লোকেশ রাহুল। বাংলাদেশ সফর শেষ করেই ভারতে ফিরে গিয়ে আথিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন রাহুল।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে বিসিসিআইয়ের কাছে ব্যক্তিগত ছুটির একটি আবেদন করেছিলেন রাহুল। সেটি মঞ্জুর হয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে বোর্ডের কাছে এক সপ্তাহে ছুটি চেয়েছিলেন রাহুল। তাতে বোর্ড সম্মতি দিয়েছে। ফলে অনেকেই মনে করছেন, ওই সময়েই বিয়েটা করে ফেলবেন রাহুল। যদি তাই হয়, তা হলে ভারতীয় ওপেনারের বিয়ের মাত্র এক মাস বাকি।

ঠিকানা/এসআর