বাংলাদেশ সেবা সংঘের উদ্যোগে বৈশাখী মেলা

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক ইনকের উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ বৈশাখ। ‘এসো হে বৈশাখ’ শিরোনামে এই মেলা অনুষ্ঠিত হবে জ্যামাইকার হিলসাইডের তাজমহল পার্টি সেন্টারে। মেলা শুরু হবে বেলা ১২টা থেকে, চলবে রাত ১১টা পর্যন্ত। এখন মেলার আয়োজন ও প্রস্তুতি পুরোদমে চলছে। মেলায় থাকবে রকমারি পোশাকের স্টল, পান্তা ইলিশ, দেশি সুস্বাদু খাবার। এ ছাড়া ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রবাসের খ্যাতনামা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন।
বর্তমানে সীমিত সংখ্যক স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। স্টলের জন্য আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।