বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন

ঠিকানা রিপোর্ট: প্রবাসের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট জামাল আহমেদ জনি। নির্বাচন কমিশনের সদস্যরা হচ্ছেন- আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাউছারুজ্জামান কয়েস, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ রুহুল আমিন সরকার এবং খোকন মোশাররফ। গত ৮ এপ্রিল বিকেলে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত সোসাইটির কার্যকরি কমিটির সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় ১৯ সদস্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ূব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমদ, ক্রীড়া সম্পাদক নওশেদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী, মাইনুদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদি মিন্টু ও সরওয়ার খান বাবু।
প্রধান নির্বাচন কমিশনের জন্য ওয়াসি চৌধুরী ও এডভোকট জামাল আহমেদ জনির নাম আসায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। উপস্থিত ১৬ জন সদস্যের মধ্যে ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ জন সদস্য ভোট দানে বিরত থাকেন। ১৫ ভোটের মধ্যে এডভোকেট জামাল আহমেদ জনি পেয়েছেন ১১ ভোট এবং ওয়াসি চৌধুরী পেয়েছেন ৪ ভোট।
সভায় পহেলা বৈশাখ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৫ মে সোসাইটির অফিসে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। ফারহানা চৌধুরীকে আহবায়ক, সারোয়ার খান বাবুকে সদস্য সচিব এবং আবুল কালাম ভুইয়াকে সমন্বয়নকারী করে উদযাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এদিকে পবিত্র রমজান উপলক্ষে আগামী ২৭মে নিইউয়র্কের জয়া হলে শিশু কিশোরদের ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ক্বিরাত প্রতিযোগিতা গতবারের মত এবারও সহযোগিতা করবে আই-টিভি ইউএসএ।
সভায় আগামী সপ্তাহ থেকে সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার উপরও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়ার নেতৃত্বে সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হবে।