ঠিকানা রিপোর্ট : সফলভাবে নির্বাচন অনুষ্ঠান সফল করায় প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক প্রবাসী নাগরিক কমিটি। এ উপলক্ষে ১১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত নির্বাচন কমিশনের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক প্রবাসী নাগরিক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদুর সভাপতিত্বে এবং মফিজুল হক ভূঁইয়া রুমি ও তোফায়েল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শামস উদ্দিন, সদস্য সচিব সাইদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন- বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নির্বাচন কমিশনার মো. আব্দুল হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন ও রুহুল আমিন সরকার। নির্বাচন কমিশনার কাউসারুজ্জামান কয়েস ও খোকন মোশারফ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- মজিব উদ্দিন জেন্টু, এম এ মজিদ আকন্দ, মাসুদল হক ছানু, আবুল হোসেন, শেখ ফারুকুল ইসলাম, তারিকুল হোসেন বাদল, মাসুক মিয়া, ডা. আলী আহমেদ, সালাউদ্দিন চৌধুরী, তাসলিমা পাটোয়ারী, মোহাম্মদ হাবিব উল্লাহ, আবুল ফজল লিটন, ইসমাত জাহান পলি, জাকির সরকার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাঈদুল ইসলাম রিয়াদ, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন, মোহাম্মদ আলম সরকার, আবুল হোসেন, বদরুল হক আজাদ, সিরাজুল হক জামাল, মোহাম্মদ আল আমিন, ফখরুল ইসলাম মঞ্জু ও মির্জা দস্তগীর।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।