ঠিকানা রিপোর্ট : বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনক্ এর উদ্যোগে বাংলা সিডিপ্যাপ অ্যান্ড অ্যালেগ্রা বাংলা মেলা স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ওয়াটারবেরি অ্যাভিনিউতে ১৪ আগস্ট এই মেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শানার্থী মেলায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ সার্ভিস ইনক, অ্যালেগ্রা হোম কেয়ার ইনকের প্রেসিডেন্ট ও সিইও আবু জাফর মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস আর সুপেলভেদা, সিটি কাউন্সিল মেম্বার মারজোরি ভেরাজকুইজ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ক্যারিনেস রায়েস, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, মাস্টার অব ল’ মোহাম্মদ এন মজুমদার, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাবাজার বিজসেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুহেব চৌধুরী।
মেলায় শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী এবং রাইডে চড়ার সুযোগ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, আহমেদ শরীফ, বাউল কালা মিয়া, মেহেরুন আহমেদ, শাহ মাহবুব, রোকসানা মির্জা, শারমিন তানিয়া, আমানসহ প্রবাসের শিল্পীরা।
অনুষ্ঠানে সফল করতে বিভিন্নভাবে সহায়তা করেছেন আবদুল হাসিম হাসনু, শাহ বদরুজ্জামান রুহেল, মাকসুদা আহমেদ, মোহম্মদ সাদি মিন্টু, শাহ কামাল উদ্দিন, এমডি আলাউদ্দিন, মোহম্মদ রনি, আব্দুল হান্নান, শাহ বদরুজ্জামান রুহেল, রেহানুজ্জামান রেহান, সারওয়ার চৌধুরী, মাকসুদা আহমেদ, চৌধুরী মুমিত তানিম, হেলাল আহমেদ, আলমগীর শামীম, মাহবুব জুয়েল, সৈয়দ ইলিয়াস, শহিদুল ইসলাম ভূঁইয়া, আহমদ ফয়সাল প্রমুখ।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ মেলায় আগত অতিথিদের ধন্যবাদ জানান। মেলায় বন্যার্তদের পুনর্বাসনে অনুদান সংগ্রহ করা হয়। অনুদানের অর্থ দিয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা হবে।