ঠিকানা অনলাইন : ট্রাম্প এবং তার সমর্থকদের বিরুদ্ধে জো বাইডেনের একটি ভিডিও এডিটের পর ভাইরাল করার অভিযোগ উঠেছে। ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে!
নির্বাচনী প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই বাইডেনকে ‘মানসিকভাবে আনফিট’ প্রমাণে ব্যস্ত ট্রাম্প। নতুন ভিডিওতে বাইডেনকে বলতে শোনা গেছে, ‘হ্যালো, মিনেসোটা!’ কিন্তু তার পেছনে লেখা ছিল অন্য অঙ্গরাজ্যের নাম। বাইডেন যে সব কিছু ভুলে যান ট্রাম্পের লোকেরা সেটিই প্রমাণ করতে ব্যস্ত।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই ইভেন্টটি আসলেই মিনেসোটায় হয়েছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ড এডিট করে অন্য অঞ্চলের নাম লেখা হয়েছে।
ভিডিওটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী অভিযোগ করেন, বাইডেন সব ভুলে যাচ্ছেন। ভুয়া এই ভিডিওর একটি ভার্সন প্রথম ২৪ ঘণ্টায় ১১ লাখের মতো দেখা হয়েছে। টুইটার পরে ভুয়া ভিডিওটিতে কারসাজির ভিডিও হিসেবে লেবেল করায় ওই ব্যবহারকারী ডিলিট করে দেন।
গত মার্চেও ট্রাম্প এবং তার সমর্থকেরা এমন একটি ভুয়া ভিডিও ছড়ান। ৩ নভেম্বরের নির্বাচনের আগে রয়টার্সের সর্বশেষ জনমত জরিপে ৫১ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। ট্রাম্পের পক্ষে ভোট ৪৩ শতাংশ। গত ২৭ থেকে ২৯ অক্টোবর এ জরিপ চালানো হয়।
তবে জরিপে পিছিয়ে থাকলেও ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে বাইডেনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পেরেছেন ট্রাম্প।
ঠিকানা/এমআরএম