ঠিকানা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পপুলার ও ইলেকটোরাল ভোটের লড়াইয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার পরই এই অভিনন্দন বার্তা দেন ট্রুডো।
টুইট বার্তায় তিনি লেখেন, বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমরা দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
ঠিকানা/এনআই