বান্দরবানে দুটি সশস্ত্র গ্রুপের গোলাগুলি, নিহত ৩

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকায় দুটি পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে বম সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন। ৮ মে সোমবার বিকেল পাঁচটার দিকে পাইক্ষ্যংপাড়ার গহিন পাহাড় থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন রোয়াংছড়ি উপজেলার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)। তারা সবাই উপজেলার রনিন পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই পাইক্ষ্যংপাড়ার আশপাশে গুলির শব্দ শোনা গেছে। তারা গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটল—তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ঠিকানা/এনআই