নিউইয়র্ক : গত ১ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যামাইকায় স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হল বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িস অ্যাসোসিয়েশন (বাপেয়া) ইনক এর সর্বপ্রথম নির্বাচিত কার্যকরী পরিষদের (২০২৩) শপথ গ্রহণ ও অভিষেক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মাদ ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন জাফর আলম এবং গীতা পাঠ করেন তমা চক্রবর্তী। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি ইব্রাহিম খলিল উপস্থিত সংগঠনের সকল সদস্যকে এবং প্রধান অতিথিকে অনুষ্ঠানে উপস্থিত এবং যোগদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সবাইকে সব শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সংগঠন প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তারপর আহবায়ক কমিটির সদস্য বিপ্লব রায় কে অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব দিয়ে সভাপতি তার স্বাগত বক্তব্য শেষ করেন।

সভাপতির স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় নতুন কার্যকরি পরিষদ ২০২৩-এর শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালক সকল নির্বাচিত প্রতিনিধিকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার আহ্বান জানান। উপস্থিত কার্যকরী পরিষদের সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন প্রধান খালিক সোহেল। শপথ বাক্য পাঠ সম্পন্ন হওয়ার সাথে সাথে কার্যকরী পরিষদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর প্রধান অতিথি ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সুন্দর একটি অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এর বক্তব্য বাংলাদেশি আমেরিকার পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সাথে সাথে এ ধরনের সংগঠন পরিচালনার মাধ্যমে বাংলাদেশিরা কীভাবে আমেরিকার মাটিতে নিজেদের অবস্থানকে দৃঢ় ও মজবুত করে গড়ে তুলছে তার মাধ্যমে বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে তা তুলে ধরেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল উপস্থিত সবাইকে বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। তিনি বাপেয়ার নতুন কার্যকরী পরিষদ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আহবায়ক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান সকলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠনের প্রক্রিয়ার জন্য। এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে সংগঠনের নতুন কার্যকরী পরিষদের অভিষেক ঘোষণা করেন। এরপর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক আজহারুল হাসান এবং সভাপতি রেজবুল কবির শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন । তারা তাদেরকে নির্বাচিত করে দায়িত্ব প্রদান করার জন্য উপস্থিত সবার উদ্দেশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা তাদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের আশাবাদ ব্যক্ত করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। সংগঠনের সদস্য রাশিদুল মান্নান চৌধুরী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পার্থ পি তালুকদার দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক কমিটির প্রধান ইব্রাহীম খলিল উপস্থিত সবাইকে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।