বাফেলোতে প্রবাসী সিলেটবাসীকে একত্রিত করার লক্ষ্যে পরামর্শ সভা

বাফেলো : ২১ সেপ্টেম্বর শুক্রবার বাফেলো (যুক্তরাষ্ট্র) প্রবাসী সিলেটবাসীদের একত্রিত করার লক্ষ্যে আখতার হোসেন শাহীনের ৩০ পারকারস্থ বাসায় এক পরামর্শ সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মাহবুব রহমান। সভায় আলোচ্য বিষয়সমূহ ছিল ১. আহ্বায়ক কমিটি গঠন ২. সংগঠনের নাম প্রদান ৩. ডববিধ। সর্বসম্মতিতে আহ্বায়ক কমিটির কনভেনার মাহবুব রহমান ও জয়েন্ট কনভেনার আখতার হোসেন শাহীন নির্বাচিত হন। সভায় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে ১১ জনকে নির্বাচিত করা হয়। তাদের নাম যথাক্রমে (১) খোকন মির্জা (২) তপন লস্কর (৩) সারওয়ার আহমেদ (৪) মো. ফারুক আহমেদ (৫) মো. জিয়াউল হক ওসমানী (৬) কামরান আহমদ (৭) মো. ইব্রাহিম হোসেন (বাছিত) (৮) কয়ছর আহমেদ (৯) আনোয়ার শামীম (১০) এম এফ ফখর (১১) ইশফাক আহমেদ।
সভায় কমিটির নাম নির্ধারণ নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। নাম নির্ধারণে সম্মানিত বিশজন সদস্য নাম প্রস্তাব করেন আখতার হোসেন শাহীন, সিলেট সদর অ্যাসোসিয়েশন অফ বাফেলো, ইফতেকার চৌধুরী কফিল সদর বহুমুখী অগ্রগামী সমিতি এবং মো. মাহবুবুল কবির মারুফ সিলেট মহানগর এসোসিয়েশন অব বাফেলো নাম প্রস্তাব করেন। এরপর সর্বসম্মতিতে আখতার হোসেন (শাহীন) প্রস্তাবিত নাম সিলেট সদর এসোসিয়েশন অব বাফেলো (ইনক) নির্ধারিত হয়।
অতঃপর আখতার হোসেন (শাহীন) উপস্থিত সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করেন। কনভেনার মাহবুব রহমান ও উপস্থিত সবাই সিলেট সদর এসোসিয়েশন অব বাফেলো (ইনক) এর সাফল্য কামনা করেন এবং কনভেনর মাহবুব রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।