বাফেলো : হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন বাফেলোর আহ্বায়ক কমিটির উদ্যোগে এক ফ্যামিলি পার্টি এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্থানীয় একটি পার্টি হলে সংগঠনের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মশিউর রহমান। সদস্য সচিব মো. শিমুল হাসান সভা পরিচালনা করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বাফেলোর সহসভাপতি সাগর মো. সানু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ আবু সুফিয়ান, গাজী অলিউর রহমান, চৌধুরী তোয়াহা, গাজী হাফিজুর রহমান, আহমদ হোসেন, মোশারফ চৌধুরী, আতিকুর রহমান, আবুল কাসেম, হাসান ফায়সল সাঈদ আলী, কামরুল ইসলাম, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান, মিরাজ তালুকদার, আরিফ শুভ, নাজনিন শিউলী।
সভায় সবার মতামতের ভিত্তিতে সভার সভাপতি ২০২১-২০২৩ সনের নতুন আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন। কমিটির নেতৃবৃন্দরা হলেনÑ সভাপতি আবু সুফিয়ান হুমায়ন, সহসভাপতি গাজী অলিউর রহমান, চৌধুরী তোয়াহা, মাহফুজুর চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমান, মো. আবুল কাসেম, কোষাধ্যক্ষ হাসান ফায়সল, সাংগাঠনিক সম্পাদক সাঈদ আলী, আপ্যায়ন ও সমাজ কল্যান সম্পাদক কামরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা নাজনিন শিউলি। সদস্যরা হলেনÑ লুৎফুর রহমান মোস্তফা, আহম্মদ হোসেন, গাজী হাফিজুর রহমান সাদী। শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভাশেষে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ফ্যামিলি পার্টির আয়োজন করা হয়। এতে টার্কি ছাড়াও ছিল মজাদার সব খাবার-দাবার।