বাবার ভুল থেকে শিক্ষা নিন, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আপনার বাবার ভুল থেকে শিক্ষা নিন। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন। আপনি সংলাপ না করে সংঘাতের দিকে যাচ্ছেন। এটা কখনো হতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের সবকিছু আপনার নির্দেশ মোতাবেক চলবে, এটা হতে পারে না।’

৯ ডিসেম্বর শুক্রবার রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক ঢাকা শহরে ৩৩ হাজার পুলিশ ও আনসার বাহিনী এনেছেন। কালাচাঁদপুর থেকে শুরু করে মিরপুর কালশি পর্যন্ত প্রত্যেকটি স্কুলের মাঠে আনসার-পুলিশ অবস্থান নিয়েছে। আপনার ছাত্রলীগের গুন্ডারা হকারদের ধরে এনে লাঠি দিয়ে পথে পথে দাঁড় করাতে চাইছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আপনি ভুল পথে যাচ্ছেন। সেই ভুল পথ কোথায় নিয়ে যাবে, সেটা তো আমাদের রব সাহেব বলেছেন। আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। এভাবে কেউ থাকতে পারে না। আপনি ঠিক করতে পারেন না, জনগণ কাকে ভোট দেবে আর কাকে দেবে না। আপনি মালয়েশিয়া থেকে শেখেন। মালয়েশিয়ার উন্নয়নের কর্মকার মাহাথির মোহাম্মদ জামানত হারিয়েছে।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, আজকে রাজনৈতিক দল কী বক্তব্য দেবে, কোথায় মিটিং করবে এটা কি আপনি ঠিক করে দেবেন? আপনি কক্সবাজার থেকে শুরু করে যেকোনো মাঠে বক্তব্য দিতে পারবেন আর অন্যান্য রাজনৈতিক দল কোনো মাঠে মিটিং করতে পারবে না! আপনি বলেছিলেন, আপনারা মিটিং-মিছিল করে আসেন, আমি চা খাইয়ে দেব। চায়ের বদলে জেলখানায় পাঠাচ্ছেন, গুলি করছেন। এটা তো মহাভুল। এসব ছাড়েন, নিজেকে বাঁচাতে হলে… ছাড়েন। সোজাসুজি আসেন। কায়দা করে বাকশালের দিকে যাবেন না। বাকশাল কখনো আমাদের আদর্শ হতে পারে না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১৩ আগস্ট যখন বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠালেন, ওনাকে বলেছিলাম আপনি এই কাজ করবেন না। প্রধানমন্ত্রীকে বলছি, আপনি পিতার থেকে শেখেন। ভুল থেকে শেখেন। তা না হলে আজকে যে বিএনপির ওপর নির্যাতন হয়েছে, যদি সিদ্ধান্ত হয় তাহলে আমিও তাদের দেখতে যাব। নয়াপল্টনে যাব, আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অধিকার আপনার নেই। আপনাকে বাঁচাতে চাই বলে এটা করতে চাই। তা না হলে আপনার আত্মরক্ষা হবে না।

তিনি বলেন, কালকে আমাকে অন্তত ১০ জন (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) ফোন করে বলেছে, স্যার আমাকে খালেদা জিয়ার বাসভবনের সামনে ডিউটি দিয়েছে, আমি কী করব। আমি বলেছি, তোমাদের ডিউটি দিয়েছে তা করো। তারা বলে, তারপর কী হবে আমার? জনগণ জড়ো হলে তো আমাকে…। আমি বলেছি, তুমি বাড়াবাড়ি করো না। একাধিক ব্যক্তি আমাকে ফোন করে বলেছে।

ঠিকানা/এনআই