রাজনৈতিক ডেস্ক : জোটগতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বাম দলগুলো। আসন ভাগাভাগির ভিত্তিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এ প্রস্তুতি। পাশাপাশি নিজেদের কর্মসূচি তৈরির প্রস্তুতিও নিচ্ছে বাম জোট। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন বাম জোটের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন নেতারা। সেইসঙ্গে ৩০০ আসনে প্রার্থী নিশ্চিত করতে চায় এই জোট।
সিপিবি-বাসদ-বাম মোর্চার নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামলেও এই জোটের একটি নতুন নামকরণ নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামার আগে কর্মসূচি চূড়ান্ত এবং জোটের নাম ঠিক করা হবে। এ বিষয়গুলো নিয়ে জোটের নেতারা কয়েক দফায় সভা করেছেন এবং খসড়া তৈরির কাজ চলছে। কথা আছে একটি আনুষ্ঠানিক মহাসমাবেশের মধ্য দিয়ে নতুন এই বাম জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এতে বেশির ভাগ বাম রাজনৈতিক দল অংশ নেয়ারও ইঙ্গিত মিলেছে। পাশাপাশি নতুন জোটের পক্ষ থেকে সব জেলায় চলবে নির্বাচনী প্রচার।
এ দিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক প্রস্তুতি হিসেবে জোটভুক্ত দলগুলো প্রত্যেকে আলাদাভাবে নিজেদের দলের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। নির্বাচনে ৩০০ আসনেই এই বাম জোট প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সিপিবি-বাসদ-বাম মোর্চ ছাড়াও অন্য যেসব বাম দল রয়েছে তাদেরও এই জোটে আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে স্বাধীনতার পক্ষের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আসনভিত্তিক সমঝোতার আলোচনাও আছে বলে বাম নেতারা জানান।
এ দিকে দলগত নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সিপিবি ১৭০ থেকে ১৮০ আসনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এসব আসনে সিপিবির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার কাজ শুরু করেছেন বলে সিপিবি নেতারা জানান।
দলীয় প্রস্তুতির অংশ হিসেবে বাসদ ৭০ থেকে ৮০টি আসনে প্রার্থী দেয়ার কাজ শুরু করেছে। এসব আসনে দলটির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন এবং প্রচারে নেমেছেন বলে দলটির নেতারা জানিয়েছেন। এর বাইরে বাম গণতান্ত্রিক মোর্চার শরিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বাম মোর্চার দলগুলো ৩০ থেকে ৪০টি আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।