বারী হোম কেয়ার ব্রঙ্কস শাখার বর্ণাঢ্য উদ্বোধন

নিউ ইয়র্ক : নিউ ইয়র্কে বাঙালি মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ৯ অক্টোবর, মঙ্গলবার। এদিন ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ২১১৩ স্টারলিং-বাংলাবাজার এভিনিউর স্যুইট ২০১-এ ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সন্ধ্যে ৭ টায় স্থানীয় আল আকসা পার্টি হলে প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল)-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের জেনারেল সেক্রেটারি একেএম এ রশিদ, ট্রেজারার সাইফুল ইসলাম, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, রংপুর জেলা সমিতির সহ-সভাপতি ফরিদ আহমেদ লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. প্রিন্স রহমান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, পাবনা জেলা সমিতির সেক্রেটারি আবু কামাল পাশা, বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জোবেদা হোসেন রোজী প্রমুখ।
বর্ণিল এ আয়োজনে বারী হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে বিপুল অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে বারী হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে।
তিনি বলেন, বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদানসহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে।
আসেফ বারী (টুটুল) তার বক্তব্যে বারী হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলায়ও তাদের পাশে পাওয়ার প্রত্যাশা করেন।
তিনি বলেন, বারী হোম কেয়ারের সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, লং আইল্যান্ডের পর ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন করা হয়েছে ব্রঙ্কস শাখা। তিনি নিউইয়র্কের যেখানেই বাঙালি, সেখানেই বারী হোম কেয়ার’র সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাঙালি মালিকানায় বারী হোম কেয়ারই একমাত্র হোম কেয়ার প্রতিষ্ঠান, যারা নিউ ইয়র্কের পাঁচ বোরো এবং লং আইল্যান্ডে হোম কেয়ার সেবা প্রদানে সক্ষম।
আসেফ বারী আরো বলেন, বারী হোম কেয়ার ব্রঙ্কস শাখা স্থাপন করতে পেরে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। ব্রঙ্কস শাখার উন্নয়নে কমিউনিটির সবার আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য সবার প্রতি বিশেষ কৃজ্ঞতা জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।