
ঠিকানা ডেস্ক : ১৯৫৯ সালের ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টয় ফেয়ারে সর্বপ্রথম প্রদর্শিত হয় বার্বি ডল। গত ৯ মার্চ উদযাপিত হলো এর ৬০ বছর পূর্তি।
এ উপলক্ষে নতুন নতুন সংগ্রহের পসরাসাজায় বার্বি ডল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটেল। এর বেশির ভাগই ছিল বাস্তব জীবনের রোলমডেলদের অনুকরণে তৈরি করা বিভিন্ন খেলনা। খবর রয়টার্স।
৬০ বছর পূর্তি উপলক্ষে ম্যাটেল ইনকরপোরেশন ২০ জন অনুকরণীয় নারীর বার্বি ভার্সন তৈরি করেছে। এর মধ্যে ছিলেন জাপানের টেনিস স্টার নাওমি ওসাকা থেকে শুরু করে ব্রিটিশ মডেল ও সমাজকর্মী আদওয়া আবওয়াহ। এছাড়া মহাকাশচারী, বৈমানিক, অ্যাথলিট, সাংবাদিক, রাজনীতিবিদ ও দমকলকর্মীদের ক্যারিয়ার নিয়ে ছয়টি পুতুল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ম্যাটেলের মতে, এসব পেশায় নারীরা এখনো পিছিয়ে আছে।
যুক্তরাষ্ট্রের খেলনা প্রস্তুতকারী ম্যাটেল ইনকরপোরেশনের সহপ্রতিষ্ঠাতা রুথ হ্যান্ডলার তার মেয়ে বারবারার উৎসাহেই তৈরি করেন বার্বি ডল। মেয়ের নামের সঙ্গে মিল রেখে পুতুলটির নাম রাখেন বার্বি। নিউইয়র্ক টয় ফেয়ারে প্রদর্শিত হওয়ার পরই পুতুলটি ব্যাপক সাড়া ফেলে। প্রথম বছরই বিক্রি হয় তিন লাখ বার্বি ডল। একপর্যায়ে বার্বি একটি সাংস্কৃতিক আইকনেও পরিণত হয়। ১৯৯৭ সালে স্ক্যান্ডিনেভিয়ান পপ গানের দল আকুয়া ‘বার্বি গার্ল’ নামে একটি ব্যঙ্গাত্মক গান গায়।
১৯৫৯ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত দুই শতাধিক ক্যারিয়ার নিয়ে বার্বি পুতুল তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সার্জন থেকে শুরু করে ভিডিও গেম ডেভেলপার পর্যন্ত হরেক পেশার নারীরা। অবাস্তব নারীর অবয়ব তৈরির কারণে এক সময় সমালোচনার মুখে পড়তে হয় বার্বি ডল নির্মাতা প্রতিষ্ঠানকে। এরপর বার্বি ডলকে শিক্ষণীয় করতে নানা গড়ন ও নানা পোশাকের বার্বি পুতুল বাজারে আনা হয়।