চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি বিউটি পার্লার খুলছেন। পার্লারের নাম রেসি হেয়ার এন্ড বিউটি সেলুন। ঈদের আগেই পার্লারটির শুভ উদ্বোধন করবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকাই উপস্থিত থাকবেন বলে জানান রেসি। তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন একটি বিউটি পার্লার করব। করব করব বলে আর করা হচ্ছিল না। হঠাৎ করেই আমার স্বামী পার্লারের যাবতীয় কাজের ব্যবস্থা করে আমাকে সারপ্রাইজ দেন। আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আগামী ঈদের আগেই এটির উদ্বাধন করব। এই বিষয়টা গোপনই রেখেছিলাম। কাউকেই কিছু জানাইনি। ভেবেছিলাম সবকিছু শেষ করে জানাব। আমার সহশিল্পী, সহকর্মী, শুভাকাক্সক্ষীসহ শোবিজের অঙ্গনের অনেক তারকা থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে। উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত নীল আঁচল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা রেসির। এরপর একে একে বেশকিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ডিপজলের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা উপহার দেন।
- বিজ্ঞাপন -