ঠিকানা অনলাইন : বিএনপিকে দেওয়া চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘অনেকে বলছেন, এটি সরকারের কূটকৌশল, যা ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটি নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের নয়।’ আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।
বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি মন্তব্য করে সিইসি বলেন, `সংলাপ হয় আনুষ্ঠানিক। কিন্তু আমরা বিএনপিকে আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছি।’ এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
ঠিকানা/এম