বিএনপির কার্যালয়ের সামনেই বসে পড়লেন ফখরুল

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মাটিতে বসে পড়লেন। ৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের সময় তিনি বসে পড়েন। এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের সময় পুলিশ যখন তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে, ওই সময় তিনি ঘটনাস্থলে আসেন।

আধা ঘণ্টা পর্যন্ত তিনি কার্যালয়ের ভেতরে ঢুকতে চেষ্টা করেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটকের দৃশ্য দেখে ওখানেই বসে পড়েন ফখরুল।

বিএনপির কার্যালয়ের ভেতরে শতাধিক নেতা গুলিবিদ্ধ হয়ে আটক রয়েছেন-এমন খবর পেয়ে তাদের বের করে হাসপাতালে নিতে মহাসচিব দলীয় কার্যালয়ে আসেন বলে বিএনপি‍‍র দপ্তর সূত্র জানিয়েছে।

ঠিকানা/এনআই