বিএনপির নিউজার্সি স্টেট (নর্থ) কমিটি : জুবায়ের সভাপতি, পাঠান সা. সম্পাদক

নিউজার্সি থেকে সংবাদদাতা : প্রায় দেড় বছর আগে নিউজার্সিতে নর্থ-সাউথের দূরত্বের কারণে নর্থ ও সাউথে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাউথের কমিটি ইতিপূর্বে অনুমোদিত হলেও একটু দেরিতে আসলো নর্থের কমিটি। বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র কমিটি, সাবেক প্রতিষ্ঠাতা-সভাপতি সৈয়দ জুবায়ের আলীকে পুণরায় সভাপতি, হোসেন পাঠান বাচ্চুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মহসিনকে সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জয়নুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট স্টেট কমিটি ও সাবেক প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক আলাউর রহমান খন্দকারকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন নিউজার্সি স্টেট নর্থের নেতাকর্মীদের নিয়ে কয়েকটি সাংগঠনিক সভা করেন। সর্বশেষ সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আনোয়ার হোসেন খোকন সবার মতামত নিয়ে সভাপতি হিসেবে সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হোসেন পাঠান বাচ্চুর নাম প্রস্থাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে অনুমোদিত কমিটি হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল নিউজার্সি স্টেট (নর্থ) বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-আন্তর্জাতিক সম্পাদক ও আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরই সাথে নেতৃবৃন্দ নিউজার্সি বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।