বিএনপির নিহত-আহত নেতাকর্মীদের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে নিহত বিএনপির কর্মী মকবুল হোসেনের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে সরকারের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানানো হয়।

পিটার হাস বিবৃতিতে বলেন, ‘মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে পিটার হাস বলেন, ‘আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এ প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি।’

ঠিকানা/এনআই