ঠিকানা অনলাইন : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ ১৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।
ঠিকানা/এসআর