বিএনপির ৪ নেতাকে ডেকে নিলেন ব্রিটিশ হাইকমিশনার

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বিএনপির শীর্ষ চার নেতাকে ডেকে নিলেন ব্রিটিশ হাইকমিশনার। ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর দুইটায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিক্সনের আমন্ত্রণে বিএনপির শীর্ষ চার নেতা উপস্থিত হন। এ সময় পুলিশের গুলিতে যুবদল নেতার মৃত্যু ও রাজনৈতিক সহিংসতায় রবার্ট ডিক্সন উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় এক খুদে বার্তায় বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এদিকে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিক্সনও বিএনপির চার নেতার সাথে দাঁড়ানো একটি ছবি টুইট করেন।

তাতে রবার্ট ডিক্সন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থাকা আমাদের কূটনীতির একটি অপরিহার্য অংশ। আজ বিএনপির নেতাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে । এতে আমরা খুশি। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা এবং বিএনপি দলের সদস্যদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি।

আমন্ত্রণ পাওয়া চার নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ঠিকানা/এনআই