বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলার অভিযোগ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ও বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে এবং হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

৪ ডিসেম্বর রোববার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার ওপর হামলা করে তার গাড়ি ভাঙচুর করা হয়। এ তথ্য জানিয়েছেন ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক হোসেন।

ঠিকানা/এনআই