ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণের আওতাধীন বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলিনে জাতীয়তাবাদী আদর্শের নেতা- কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৫ মার্চ সন্ধ্যায় ব্রুকলিনের নিউ কার্ক এলাকায়। ব্রুকলিনে বিএনপির কমিটি গঠন সংক্রান্ত দ্বিতীয় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব বদিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহরাব হোসেন।
স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় শুরুতে কোরান তেলাওয়াত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলকুর রহমান, জিয়াউল হক মিশন, মো. নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সদস্য সচিব সাইদুর খান ডিউক, নিউইয়র্ক মহানগর উত্তরের যুগ্ম-সদস্য সচিব কামরুল হাসান এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জামালুর রহমান চৌধুরী।
ব্রুকলিনে বিএনপির কমিটি গঠন সংক্রান্ত দ্বিতীয় এই মতবিনিময় সভায় ব্রুকলিনের বিভিন্ন প্রান্তের নেতা-কর্মীরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, বাংলাদেশ আজ নব্য বিশ্ব বেহায়ার খপ্পড়ে পড়েছে। এই বিশ্ব বেহায়া এবং ফেসিস্ট, স্বৈরাচারী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এজন্য প্রবাসী বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এরই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের মানুষকে একত্রিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি ব্রুকলিন বিএনপির কমিটি করার উদ্যোগ গ্রহণ করেছে। ব্রুকলিনের চারটি বাংলাদেশী গণবসতিপূর্ণ এলাকা- চার্চ ম্যাকডোনাল, নিউকার্ক, ফুলটন এবং ওজোন পার্কের সবাইকে সমন্বয় করে, সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে।
প্রধান বক্তা, সদস্য সচিব মো. বদিউল আলম বলেন, পরিষ্কার করে এই অবৈধ সরকারকে বলতে চাই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন করতেও দেয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, আমারা এই নিউইয়র্ক থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবো এবং অবৈধ বাকশালী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- শাজাহান সিরাজী, আকরাম উদ্দিন বাদল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জামাল উদ্দিন, মনির হোসেন, সাজেদুল ইসলাম ওরিক, বাদল ভূঁইয়া ও মোশাররফ হোসেন জাহাঙ্গীর।
আরো উপস্থিত ছিলেন- আবু ইউসুফ, লিটন মৃধা, মোহাম্মদ মাহফুজ, শাহ আলম, সোহাগ, নিষাদ, রাসেল, ফরিদি, কামাল উদ্দিন, মো. রহমান, এন ইসলাম নুরু, নুর ইসলাম বাবলু, নূর হোসেন, আব্দুল কাদের, এইচএম ইসলাম, মো. আজিজসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে এমলাক হোসেন ফয়সাল ব্রুকলিনবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনের আন্দোলন-সংগ্রামে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।