স্পোর্টস রিপোর্ট : বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৭ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা মামুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান। আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক সামন হোসেন। সংশোধন সাপেক্ষে যা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ সদস্যরা।
একই দিন ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হলেও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে পরাগ আরমান (১২৮ ভোট) ও শেখ সাইফুর রহমান (১০৬ ভোট) নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন বিমান ভট্টাচার্য (প্রধান নির্বাচন কমিশনার), মোফাখখারুল ইসলাম দিলখোশ, মোস্তাক আহমেদ ও ইয়াহিয়া মুন্না (নির্বাচন কমিশনার)।
পূর্ণাঙ্গ কমিটি : মোস্তফা মামুন (সভাপতি), পরাগ আরমান ও শেখ সাইফুর রহমান (সহসভাপতি), সুদীপ্ত আহমদ আনন্দ (সাধারণ সম্পাদক), আশরাফ হোসেন মিথুন ও সামন হোসেন (যুগ্ম সম্পাদক), রাহেনুর ইসলাম (অর্থ সম্পাদক), কবিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জিয়াউদ্দিন সাইমুম (দপ্তর সম্পাদক), ইকরামউজ্জমান, খায়রুল ইসলাম শাহীন, আমিনুল হক মল্লিক, সাহাবউদ্দিন সাহাব, কাজী শহীদুল আলম, তালহা বিন নজরুল, রাকীবুর রহমান, রাশিদা আফজালুন্নেছা, রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব সরকার।