মোহাম্মদ সফিউল আলম :
মূল পথে না এগোলে
‘স্বপ্নপূরণ’ প্রকল্প
এগিয়ে নিতে সংকল্প
ভাবতে হবে বিকল্প
মূল যাত্রায় বাধা এলে
হতাশ হলে চলবে না
বাধা এলে থেমে গেলে
বাধার বরফ গলবে না
ভিন্ন পথে হবে যেতে
স্বপ্নটাকে এগিয়ে নিতে
‘প্ল্যান এ’তে কাজ না হলে
যেতে হবে ‘প্ল্যান বি’তে ॥