
ঠিকানা অনলাইন : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
৮ এপ্রিল শনিবার বিকেল তিনটার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যার আগেই জামিনের কাগজপত্র দেখিয়ে মুক্ত হন তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এ তথ্য জানিয়েছেন।
২০১৮ সালে সিলেটের কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে শনিবার বিকালে সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
ঠিকানা/এনআই