বিক্রি হয়ে গেল আজকাল

ঠিকানা রিপোর্ট : বিক্রি হয়ে গেছে ডিজিটাল ওয়ান মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান সাপ্তাহিক আজকাল। পত্রিকাটি কিনে নিয়েছেন প্রবাসের পরিচিত মুখ, গোল্ডেন এজ হোম কেয়ার ও নিউইয়র্ক ইনস্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ। প্রিন্ট মিডিয়ার ভবিষ্যত দুরবস্থার কথা বিবেচনা করে এবং অন্যান্য ব্যবসায় মনযোগ দিতে আজকাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো।
এ ব্যাপারে জানতে চাইলে জাকারিয়া মাসুদ ঠিকানাকে বলেন, প্রিন্ট মিডিয়ার প্রতি আমার আগ্রহ কমে গেছে। যুগেরও পরিবর্তন হচ্ছে। এ কারণে ডিজিটাল ওয়ান মিডিয়ার নতুন প্রতিষ্ঠান আইবিটিভি ইউএস-এ বেশী মনযোগ ও ফোকাস বেশী দিতে চাই।
তিনি বলেন, আজকাল আমার সন্তানের মত। আমি চাই আজকাল বেঁচে থাকুক। ব্যবস্থাপনায় পরিবর্তন আনলেও আগের সব সেটআপ ঠিক থাকবে।
আইবিটিভি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে দায়িত্ব পালন করলে আপাতত সম্পাদক পরিচয় থাকছে না জাকারিয়া মাসুদ জিকোর। এখানে উল্লেখ্য, আজকালের সম্পাদক হিসাবে নিউইয়র্কে সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজকালের নতুন সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ জানান, দীর্ঘদিন থেকে একটি সংবাদ প্রকাশের চেষ্টা চলছিল। কিন্তু নতুন একটি প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক চ্যালেঞ্জের বিষয়। এ কারণে আজকাল কেনার আগ্রহ প্রকাশ করি। জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে আলোচনার পর প্রতিষ্ঠানটি সম্প্রতি কিনে নেই। তিনি জানান, নতুন মালিক হিসাবে আজকালের পূর্বতন কোনো দায় নেই তার। বর্তমান প্রধান সম্পাদক মনজুর আহমেদ একই দায়িত্বে রয়েছেন। তবে সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। এছাড়া সহধর্মিনী রানো নেওয়াজ ব্যবস্থাপনা সম্পাদক এবং বাণিজ্যিক ও বার্তা বিভাগে আগের সবাই স্ব স্ব দায়িত্বে থাকছেন। ১২ মে শুক্রবার থেকেই নতুন ব্যবস্থাপনায় আজকাল বের হবে।