ঠিকানা অনলাইন : গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে এমন বিতর্কিত খসড়া আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্জিয়া। ৮ মার্চ (বুধবার) দ্বিতীয় রাতের মতো উত্তপ্ত ছিল রাজধানী তিবলিসি। রয়টার্স জানায়, বিলটি বাতিলের দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ। অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে। বিক্ষোভকারীদের সরাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এতে উভয়পক্ষের সংঘাতে ৫৫ পুলিশ সদস্যসহ আহত হন কয়েকশো মানুষ।
বিতর্কিত বিলের বলা হয়, যেসব গণমাধ্যম ও এনজিও বিদেশি কোনো উৎস থেকে ২০ শতাংশের বেশি অর্থায়ন পেয়েছে; তাদের ‘বিদেশি প্রভাবিত প্রতিষ্ঠান’ হিসেবে লিপিবদ্ধ করা হবে। আন্দোলনকারীদের অভিযোগ- রাশিয়ার আইন জর্জিয়ায় বাস্তবায়ন করতে চাইছে সরকার। এর মাধ্যমে মুক্তমনারা দমন-পীড়নের শিকার হবেন।
এদিকে, এ বিল নিয়ে আইন প্রণেতাদের মধ্যেও চলছে বাকবিতণ্ডা। খোদ প্রেসিডেন্ট প্রস্তাবিত বিলে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবশ্য, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তকে অমান্য করার এখতিয়ার রয়েছে জর্জিয়ান পার্লামেন্টের। খবর : রয়টার্স
ঠিকানা/এম