ঠিকানা অনলাইন : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২ নভেম্বর বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানান, পল্টন এলাকা দিয়ে নিজ গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে মানিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা করা হয়েছে।
এদিকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ২ নভেম্বর বুধবার রাতে পল্টন থানায় মামলাটি হয় বলে জানিয়েছেন পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, তার গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি বুধবার রাত সোয়া ১১টার দিকে নথিভুক্ত হয়েছে।
মামলার এজাহারের বরাতে ওসি বলেন, বিএনপির মিছিল থেকে বিচারপতির ওপর হামলা হয়। এ জন্য বিএনপির ৪০-৫০ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শামসুদ্দিন চৌধুরীর অভিযোগ, বুধবার বিকেলে মতিঝিল থেকে কারওয়ান বাজারে যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের কর্মীরা এ হামলা চালায়। বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়।
মানিকের গানম্যান রফিকুল ইসলাম জানান, পল্টন দিয়ে যাওয়ার সময় বিকেল চারটা থেকে সোয়া চারটার দিকে মিছিল থেকে মানিক স্যার, আমাকে ও গাড়ির চালককে লক্ষ্য করে হামলা করা হয়।
পল্টন থানার ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক বলেন, তারা এ রকম একটি হামলার খবর পেয়েছেন। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে থানায় অভিযোগ করতে অনুরোধ করা হয়েছে। তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
ঠিকানা/এনআই