বিচারপতি সিনহা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন

ঠিকানা ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। মার্কিন সরকার তাকে ইচ্ছেমতো যুক্তরাষ্ট্রে বসবাস করার এবং কাজের অনুমতি দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রাজনৈতিক আশ্রয় পাওয়া সংক্রান্ত এ তথ্য মতে গত সপ্তাহে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এস কে সিনহাকে নিয়ে একটি আলোচনার আয়োজন করে। ক্লোজ ডোর ওই আলোচনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি, থিঙ্কট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর পরপরই এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয় বলে জানা যায়। সম্প্রতি এস কে সিনহা তার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
জানা গেছে, মি. সিনহা এখন তার ট্রাভেল ডকুমেন্টের অপেক্ষায় রয়েছেন। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সিনহা জানিয়েছিলেন, বৃটেনের হাউস অব কমন্সসহ বিভিন্ন দেশে তার আমন্ত্রণ রয়েছে। ট্রাভেল ডকুমেন্ট হাতে না পাওয়ার কারণে তিনি সেসব আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না।