ঠিকানা অনলাইন : মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জজ অ্যামি কোনি ব্যারেট। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে স্থানীয় সময় ২৬ অক্টোবর (সোমবার) শপথ নেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি ক্ল্যারেন্স থমাস তাঁর নতুন সহকর্মীর শপথ পাঠ করান।
আসন্ন মার্কিন নির্বাচনের এক সপ্তাহ আগেই অ্যামি কোনির বিচারপতি হিসেবে নিয়োগের মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ এ এগিয়ে গেল।
মার্কিন সিনেটে ২৬ অক্টোবর ৫২-৪৮ ভোটে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন অ্যামি কোনি। তাঁর এই নিয়োগের বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান হচ্ছেন সিনেটর সুশান কলিন্স। এর আগে গত মাসে ফেডারেল আপিল বিভাগের বিচারক রুথ ব্যাডার গিন্সবার্গের মৃত্যু হওয়ায় বিচারপতিদের একটি পদ শূন্য হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন দেওয়া সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতি হলেন অ্যামি কোনি ব্যারেট। এর আগে ২০১৭ সালে নেই গোরসাচ এবং ২০১৮ সালে ব্রেট কাভানাকে মনোনয়ন দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি স্মরণীয় দিন। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ আইনের শাসনের জন্য এটি বিশেষ কিছু।’
ট্রাম্প আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন নিয়ে পড়াশোনা করা সবচেয়ে মেধাবীদের মধ্যে ব্যারেট একজন। তিনি দেশের সর্বোচ্চ আদালতে অসামান্য কাজ করবেন।’
অ্যামি কোনি ব্যারেট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন ক্যাথলিক। তবে তাঁর দাবি, ধর্মবিশ্বাসের ফলে বিচারকাজ প্রভাবিত হবে না। অন্যদিকে, গর্ভপাত ও সমকামী বিবাহ নিয়ে আপত্তি থাকায় রক্ষণশীলরা তাঁকে পছন্দ করেন।
ঠিকানা/এসআর