বিজিত ভালোবাসা

নুশরাত রুমু :

মেঘের পালঙ্কে বিজিত ভালোবাসা
বর্ষণসিক্ত দিনে রৌদ্রের নেশা
শৃঙ্খলিত বাতাস করে হা-হুতাশ
তার দাপটেই অবাধ্য হয় চুল।
কটাক্ষ করে কটূক্তির স্বরে
যত ভাবি ফুল হয় শুধু ভুল
রাত্রির কানে তবু সৌভাগ্যের আভাস।
অগোছালো কথা, প্রশমিত ব্যথা
সবই হলো আজ অতীত সাজ
সেই সাজে রং ছড়াল বর্তমান।